Welcome to DH

দ্বীনি শিক্ষাকে সহজ ও ব্যাপক করার লক্ষ্যে দারুল হিকমাহ-র প্রতিষ্ঠা । এটি দ্বীনি শিক্ষা অনুরাগী বাংলাভাষী ভাইদের জন্য দারসে নিজামি ভিত্তিক একটি অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান । দারুল হিকমাহ-র যাবতীয় কার্যক্রম দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র অধ্যাপকের নিয়ন্ত্রণ ও নির্দেশনায় পরিচালিত হয় । এই অনলাইন শিক্ষাকেন্দ্রে যে কোনো বয়স ও যে কোনো পেশার পুরুষ যুক্ত হতে পারেন ।

সুযোগ্য ইসলামি স্কলারদের নিয়ে গঠিত একটি বোর্ড ব্যস্ততম শিক্ষার্থীদের সময়-সুযোগ অনুসারে দারুল হিকমাহ-র পাঠ্যক্রমগুলি তৈরি করেছে । নির্ভরযোগ্য ও মনোনীত আলিমদের অধীনে বাড়িতে থেকেই আলিম হওয়ার স্বপ্ন এখন বাস্তব । আপনার বাড়িই হয়ে উঠুক আপনার মাদ্রাসা । লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ্য উস্তাদদের তত্ত্বাবধানে থেকে উচ্চমানের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, পরিবারের এবং সমাজের দ্বীনি চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ হয়ে উঠবে ইন্ শা-আল্লাহ । তবে স্মরণ রাখতে হবে, অফলাইনের মাদ্রাসা-শিক্ষা এবং সরাসরি উলামাদের সোহবতে থেকে উপকৃত হওয়ার সঠিক বিকল্প কিছুই নেই ।

 


আমাদের কোর্সসমূহ

∆ ফাজিলাহ কোর্স পরিচিতি

[ এটি একটি বিস্তৃত, ছয় বছরের কোর্স । সম্পূর্ণ কোর্সে ১৮ টি সেমিস্টার ও ৭২০০ ক্লাস আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ছয় দিন, দৈনিক ২ ঘণ্টা ক্লাস করতে হবে । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : ন্যূনতম ৮ম শ্রেণি পাশ অথবা কুরআনের হাফেজ । বাংলা ভাষাতে পড়া ও লেখায় পারদর্শী । ভর্তি ফি : ₹ ১০০০ । মাসিক ফি ₹ ৫০০ । সেমিস্টার ফি একসাথে আদায় করলে ৫% ছাড় এবং বার্ষিক ফি এককালীন আদায় করলে ১০% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • শুদ্ধ কুরআন শিক্ষা
      • অনুশীলন-সহ সম্পূর্ণ নাহ্ ও সরফ ( আরবি ব্যাকরণ )
      • আরবি সাহিত্য ( টেক্সট, ট্রান্সলেশন, অনুশীলন )
      • ইনশা (ট্রান্সলেশন )
      • বালাগাহ ( অলংকার শাস্ত্র )
      • উসুলুল ফিকহ ( ইসলামি আইনশাস্ত্রের নীতিমালা )
      • আকিদাহ ( ইসলামি ধর্মতত্ত্ব )
      • ফিকহ ( আইনশাস্ত্র )
      • উসুলুত তাফসির ( তাফসিরের মূলনীতি )
      • তাফসিরুল কুরআন ( কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা )
      • উসুলুল-হাদিস ( হাদিসের মূলনীতি )
      • হাদিস ( সিহাহ সিত্তাহ্ ও অন্যান্য )
      • সিরাহ ( নবী স. -এঁর জীবনী )

দারুল হিকমাহ পরিচালিত 'ফাজিলাহ' কোর্সটি বিশেষভাবে তাঁদের জন্য সাজানো, যাঁরা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জ্ঞাত হয়ে তা অর্জনে ভীষণ আগ্রহী । কিন্তু কর্ম ও সাংসারিক জীবনের নানান ব্যস্ততা তাঁদের এই আগ্রহে বাধা হয়ে দাঁড়িয়েছে । অনুরূপ যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসাতে ভর্তি হয়েও আলিম হওয়ার আগেই কোনো কারণে পড়াশোনা স্থগিত করতে বাধ্য হয়েছেন, তাঁদের জন্যও দারুল হিকমাহ একটি উপযোগী প্ল্যাটফর্ম। এছাড়াও সিনিয়র / হাই মাদ্রাসার বর্তমান বা প্রাক্তন ছাত্রভাইয়েরা এই অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে দারসে নিজামি পাঠ্যক্রমে যোগ্য আলিম হয়ে উঠতে পারেন ।


 

∆ লার্ন অ্যারাবিক কোর্স পরিচিতি

দারুল হিকমাহতে আপনি আপনার পছন্দের বিষয় বেছে নিয়েও পড়ার সুযোগ পাবেন । যেমন, আপনি যদি শুধুমাত্র আরবি ভাষা ও ব্যাকরণে ব্যুৎপত্তি অর্জন করতে চান, সেক্ষেত্রেও দারুল হিকমাহ আপনার আস্থা ও ভরসার প্রতিষ্ঠান ।

[ আপাতত সীমিত আসনে ৩ বছরের মেয়াদে আরবি ভাষা-কেন্দ্রিক এই সুযোগটি পাওয়া যাবে । আগ্রহী শিক্ষার্থীকে দৈনিক ১ ঘণ্টা ৩০ মিনিট ক্লাস করতে হবে । এখানে সর্বমোট ৯ টি সেমিস্টার ও ২৭০০ ক্লাস আছে । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : ন্যূনতম ৮ম শ্রেণি পাশ। বাংলা ভাষাতে পড়া ও লেখায় পারদর্শী । ভর্তি ফি : ₹ ১০০০ । মাসিক ফি ₹ ৫০০ । সেমিস্টার ফি একসাথে আদায় করলে ৫% ছাড় এবং বার্ষিক ফি এককালীন আদায় করলে ১০% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • অনুশীলন-সহ সম্পূর্ণ নাহ্ ও সরফ (আরবি ব্যাকরণ)
      • আরবি সাহিত্য-পাঠ ( অনুশীলন-সহ )
      • ইনশা (ট্রান্সলেশন)
      • তারকিব
      • ৩০ তম পারা ইজরা, শব্দার্থ ও অনুবাদ
      • বালাগাহ ( অলংকার শাস্ত্র )

❞ تعلموا العربية؛ فإنها من دينكم❝ — عمر بن الخطاب

❝তোমরা আরবি শেখো; কেননা তা দ্বীনেরই অংশ ।❞ —[ উমার ইবনুল খাত্তাব রা. ]

কুরআন-হাদিস, আকিদা, উসুল, ফিকহ ইত্যাদি সঠিকভাবে বোঝার সর্বপ্রথম ও প্রাথমিক ধাপ আরবি ভাষায় দক্ষ হওয়া । অনুবাদ-সাহিত্য আঁকড়ে কিছু তথ্য হয়তো হাসিল করা যায়, কিন্তু সত্যিকার ইলম অর্জন হয় না । ইসলামের যে কোনো বিষয়ের অ্যাকাডেমিক তাহকিক বা যাচাইকরণও আরবি ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি থাকা ব্যতীত কার্যত অসম্ভব ।  যারা আরবি ভাষা শিখতে ভীষণ আগ্রহী ছিলেন, কিন্তু কীভাবে, কোথা থেকে শুরু করবেন, ভেবে পাচ্ছিলেন না; তাঁদের জন্য এটি বর্ণময় সুযোগ । অনুরূপ সরকারি / বেসরকারি মাদ্রাসার ছাত্রভাইয়েরা, যাঁরা আরবি ব্যাকরণ ও ভাষাতে সাবলীল নন, তাঁরাও সুযোগটি কাজে লাগাতে পারেন ।


 

∆  ফাজিলাহ মুয়াস্সারাহ কোর্স পরিচিতি

দ্বীনি শিক্ষার্জন অপরিহার্য হওয়ার ক্ষেত্রে ইসলামে নারী-পুরুষের কোনো বিভাজন নেই । তবে স্বামী বা মাহরাম পুরুষদের থেকে ইলম অর্জনের নজির এখন বিরল । কেননা সমাজের প্রায় ৯৭ শতাংশ পুরুষ ফরজ ইলমটুকু নিজেও ধারণ করেন না । অন্যদিকে শরিয়ত-সম্মত পদ্ধতিতে নারীদের শিক্ষায়নের ব্যবস্থা অফলাইনে বেশ জটিল । সে কারণে নারীদের দ্বীনি শিক্ষায়ন মুসলিম উম্মাহর জন্য সবসময় একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে । তবে বর্তমানে অনলাইন শিক্ষাব্যবস্থায় উক্ত প্রতিবন্ধকতাগুলি অনায়াসে কাটিয়ে উম্মাহর মা ও বোনেদের দ্বীনি শিক্ষায় শিক্ষিতা করে তোলার প্রচেষ্টা অত্যন্ত কার্যকরী ও যুগোপযোগী একটি পদক্ষেপ বলে আমরা বিশ্বাস করি ।

[ এটি একটি বিস্তৃত, চার বছরের কোর্স । সম্পূর্ণ কোর্সে ১২ টি সেমিস্টার আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ৫ দিন, দৈনিক ১ ঘণ্টা ৩০ মিনিট ক্লাস করতে হবে । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : বাংলা ভাষাতে পড়া ও লেখায় পারদর্শী । ভর্তি ফি : ₹১০০০ । সেমিস্টার ফি : ২০০০ । বার্ষিক ফি এককালীন আদায় করলে ১০% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • শুদ্ধ কুরআন শিক্ষা
      • অনুশীলন-সহ সম্পূর্ণ আরবি ব্যাকরণ ( নাহ্ ও সরফ )
      • আরবি সাহিত্য ( টেক্সট, অনুবাদ ও অনুশীলন )
      • ইসলামি ধর্মতত্ত্ব ( আকিদাহ )
      • ফিকহ ( আইনশাস্ত্র )
      • উসুলুত তাফসির ( তাফসিরের মূলনীতি )
      • তাফসিরুল কুরআন ( কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা )
      • উসুলুল-হাদিস ( হাদিসের মূলনীতি )
      • হাদিস (বুখারী শরিফ ও অন্যান্য )
      • সিরাত (নবী স. -এঁর জীবনী )
      • আখলাকিয়াত ( ঘরোয়া বিষয়াদির নির্দেশনা )

কোর্সের উদ্দেশ্য—

দারুল হিকমাহ পরিচালিত ‘ফাজিলাহ মুয়াস্সারাহ’ কোর্সটি সব বয়সী মহিলাদের জন্য বিশেষভাবে সাজানো, যাঁরা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জ্ঞাত হয়ে তা অর্জনে ভীষণ আগ্রহী । কিন্তু কাজ-কাম ও সাংসারিক জীবনের নানান ব্যস্ততা অথবা পর্দাহীন সহ-শিক্ষাব্যবস্থা বা আবাসিক থাকার বাধ্যবাধকতা তাঁদের এই আগ্রহে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলো । এখন এই কোর্সের মাধ্যমে সকল বয়সী ও সকল শ্রেণির মহিলা বাড়িতে অবস্থান করেই উচ্চমানের দ্বীনি শিক্ষাগ্রহণের এই সুযোগ কাজে লাগিয়ে আলিমাহ হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ।


 

∆  ফারিজাহ কোর্স পরিচিতি

যে সমস্ত মহিলা ইলম অর্জনে আগ্রহী হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদি কোর্স চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, এমন মহিলারা মাত্র এক বছর দৈনিক এক ঘণ্টা সময় ব্যয় করে ফরজ পর্যায়ের ইলম ‘ফারিজাহ কোর্স’ -এর মাধ্যমে অর্জন করতে পারবেন ইন শা-আল্লাহ ।

[ এটি একটি সংক্ষিপ্ত ১ বছরের কোর্স । সম্পূর্ণ কোর্সে ৩টি সেমিস্টার আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ৫ দিন, দৈনিক ১ ঘণ্টা ক্লাস করতে হবে । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : বাংলা ভাষাতে পড়া ও লেখায় পারদর্শী। ভর্তি ফি : ₹১০০০ । সেমিস্টার ফি : ১৫০০ । বার্ষিক ফি এককালীন আদায় করলে ১০% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • শুদ্ধ কুরআন শিক্ষা
      • তাজবিদ ( কুরআন পড়ার নীতিমালা ) শিক্ষা 
      • ইসলামি ধর্মতত্ত্ব ( আকিদাহ )
      • ফিকহ ( মাসাইল )
      • আখলাকিয়াত ( ঘরোয়া বিষয়াদির নির্দেশনা )

 

∆ কুরআন ও নামাজ শিক্ষা কোর্স পরিচিতি

দ্বীনি শিক্ষার প্রতি সর্বোচ্চ আগ্রহ ও চরম অনুরাগ সত্ত্বেও যদি আপনার পর্যাপ্ত সময়-সুযোগ না থাকে, তবুও হতাশ হওয়ার কারণ নেই । দারুল হিকমাহ পরিচালিত 'কুরআন ও নামাজ শিক্ষা' কোর্সে অংশ নিয়ে দৈনিক মাত্র এক ঘণ্টা সময় ব্যয় করে আপনি মাসাইল-সহ পূর্ণরূপে নামাজ এবং তাজবিদ-সহ শুদ্ধ কুরআন পড়া শিখতে পারবেন ।

[ এটি একটি সংক্ষিপ্ত, তিন মাসের কোর্স । সম্পূর্ণ কোর্সে ৭৫+ ক্লাস আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ছয় দিন, দৈনিক ১ ঘন্টা ক্লাস করতে হবে । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : নূন্যতম বাংলা ভাষাতে পড়ায় পারদর্শী এবং অনলাইন ক্লাসের বিষয়ে ওয়াকিবহাল হতে হবে । কোর্স ফি : ₹ ২০০০ । ভর্তির সময়ে ১০০০ টাকা এবং এক মাস ক্লাস করার পরে বাকি ১০০০ টাকা আদায় করতে হবে । সম্পূর্ণ কোর্স ফি একসাথে আদায় করলে ৫% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • নূরানী ক্বায়েদাহ শিক্ষা 
      • তাজবিদ-সহ নির্বাচিত কয়েকটি সুরার অনুশীলন 
      • তাজবিদ (কুরআন পড়ার নীতিমালা) শিক্ষা 
      • তহারাত, ওজু, গোসল ও নামাজের মাসাইল শিক্ষা 
      • নির্বাচিত মাসাইলের পর্যাপ্ত অনুশীলন 
    •  

 

∆  কুরআন পড়া ও মাসাইল শিক্ষা কোর্স পরিচিতি

[ এটি একটি সংক্ষিপ্ত, ৪ মাসের কোর্স । সম্পূর্ণ কোর্সে ১০০+ ক্লাস আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ছয় দিন, দৈনিক ১ ঘন্টা ক্লাস করতে হব । ]

ভর্তি সংক্রান্ত তথ্য —

যোগ্যতা : দারুল হিকমাহ পরিচালিত ‘কুরআন ও নামাজ শিক্ষা’ কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা তাজবিদ-সহ সম্পূর্ণ নূরানী কায়েদাহ পড়া এবং মাসাইল-সহ নামাজ পড়া জানতে হবে । কোর্স ফি : ₹ ২০০০ । ভর্তির সময়ে ১০০০ টাকা এবং এক মাস ক্লাস করার পরে বাকি ১০০০ টাকা আদায় করতে হবে । সম্পূর্ণ কোর্স ফি একসাথে আদায় করলে ৫% ছাড় ।

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী—

      • তাজবিদ-সহ সাবলীলভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা
      • তাজবিদ (কুরআন পড়ার নীতিমালা) -এর অনুশীলন 
      • রোজা, হজ, জাকাত, নিকাহ-তালাক, সুদ ও ব্যবসা ইত্যাদি বিবিধ মাসাইল শিক্ষা
      • সমস্ত মাসাইলের অনুশীলন

 

❞طلب العلم فريضة على كل مسلم.❝ [ ابن ماجة : ٢٢٤ ]

❝দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য ।❞ —[ ইবনু মাজাহ : ২২৪ ]

উক্ত হাদিসকে সামনে রেখে দারুল হিকমাহ পরিচালিত ‘কুরআন ও নামাজ শিক্ষা’ কোর্স, এবং ‘কুরআন পড়া ও মাসাইল শিক্ষা’ কোর্স প্রত্যেক মুসলিমের নৈর্ব্যত্তিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রের দ্বীনি চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সুবিন্যস্ত । এই কোর্সদ্বয় সম্পন্ন করার পর একজন মুসলিমের দ্বীন ও সুন্নাহ মোতাবেক জীবনপথ অতিবাহিত করা অত্যন্ত সহজ হয়ে উঠবে ইন শা-আল্লাহ্ ।


 

∆  দারুল হিকমাহতে কীভাবে ভর্তি হবেন ?

১. যে কোনো কোর্সেই ভর্তি হওয়ার জন্য যোগাযোগের নির্দিষ্ট যে কোনো একটি নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপে আপনি কোন কোর্সে আগ্রহী তা জানাতে হবে । যোগাযোগ নম্বর­—8017425233 / 7300696413

২. আপনি ভর্তির উপযুক্ত হলে আপনার হোয়াটসঅ্যাপে দারুল হিকমাহ -এর তরফে একটি ভর্তি-ফর্ম এর লিংক দেওয়া হবে সেটিতে ক্লিক করে অথবা darulhikmah.in ওয়েবসাইট ভিজিট করে ভর্তি-ফর্ম পূরণ করে পাঠাতে হবে ।

৩. ফর্ম পূরণ করার পর নিম্নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তি ফি জমা করতে হবে । ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস :

UPI ID : darulhikmah@yesbank

1)    AC No. : 098888700000072
IFSC : YESB0000988

AL HIKMAH EDUCATION V WELFARE TRUST

2)    AC No. : 50200075364595

AL HIKMAH EDUCATION

IFSC : HDFC0002492

৪. ফিস জমা দেওয়ার স্ক্রিনশট নিয়ে সেটি হোয়াটসঅ্যাপে পাঠালে আপনি নির্দিষ্ট কোর্সের নির্দিষ্ট ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন । ক্লাস শুরু হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়ার আপডেট আপনি এই গ্রুপেই পেয়ে যাবেন । 

৫. ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট ক্লাসের পাঠ্যপুস্তকের তালিকা আপনাকে দেওয়া হবে । ক্লাস শুরু হওয়ার আগে সেগুলির হার্ড কপি আপনাকে সংগ্রহ করে নিতে হবে । হার্ড কপি সংগ্রহ করার ক্ষেত্রে দারুল হিকমাহ আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে । প্রয়োজনে আপনার ঠিকানাতে পাঠানোর ব্যবস্থাও করবে । তবে বইয়ের ক্রয়মূল্য আপনাকে পরিশোধ করতে হবে ।


 

দারুল হিকমাহ-র ক্লাসরুম

দারুল হিকমাহ সম্পূর্ণ অনলাইন নির্ভর শিক্ষা-প্রতিষ্ঠান । এর প্রতিটি ক্লাস টিচমেন্ট অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে । নির্দিষ্ট পোর্টালে প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডিং, স্টাডি ম্যাটেরিয়ালস ইত্যাদি আপলোডের ব্যবস্থা থাকবে । সে কারণে দারুল হিকমাহ-র সমস্ত শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত স্পিডের নেট সংযোগ-সহ অ্যান্ড্রয়েড/আইওএস অথবা ডেস্কটপের সুবিধা থাকতে হবে । মোবাইল স্ট্যান্ড এবং হেডফোনের ব্যবস্থাও শিক্ষার্থীকে করতে হবে ।