কোর্স পরিচিতি
এটি একটি বিস্তৃত, ছয় বছরের কোর্স। সম্পূর্ণ কোর্সে ১৮ টি সেমিস্টার ও ৭২০০ ক্লাস আছে। এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ছয় দিন, দৈনিক ২ ঘণ্টা ১৫ মিনিট সর্বোচ্ ক্লাস করতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য
যোগ্যতা : ন্যূনতম ৮ম শ্রেণি পাশ অথবা কুরআনের হাফেজ। বাংলা ভাষাতে পড়া ও লেখায় পারদর্শী।ভর্তি ফি : ₹১০০০। মাসিক ফি ₹৫০০। সেমিস্টার ফি একসাথে আদায় করলে ৫% ছাড় এবং বার্ষিক ফি এককালীন আদায় করলে ১০% ছাড়।
পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী
• শুদ্ধ কুরআন শিক্ষা
• অনুশীলন-সহ সম্পূর্ণ আরবি ব্যাকরণ (নাহ্ ও সরফ)
• আরবি সাহিত্য (টেক্সট, ট্রান্সলেশন, অনুশীলন ও অলঙ্কারশাস্ত্র)
• ইসলামি ধর্মতত্ত্ব (আকিদাহ)
• ইসলামি আইনশাস্ত্রের নীতিমালা (উসুলুল ফিকহ)
• ফিকহ (আইনশাস্ত্র)
• উসুলুত তাফসির (তাফসিরের মূলনীতি)
• তাফসিরুল কুরআন (কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা)
• উসুলুল-হাদিস (হাদিসের মূলনীতি)
• হাদিস (সিহাহ সিত্তাহ্ ও অন্যান্য)
• সিরাহ (নবী স. -এঁর জীবনী)
কোর্সের উদ্দেশ্য
দারুল হিকমাহ পরিচালিত ‘ফাজিলাহ’ কোর্সটি বিশেষভাবে তাঁদের জন্য সাজানো, যাঁরা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জ্ঞাত হয়ে তা অর্জনে ভীষণ আগ্রহী। কিন্তু কর্ম ও সাংসারিক জীবনের নানান ব্যস্ততা তাঁদের এই আগ্রহে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনুরূপ যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসাতে ভর্তি হয়েও আলিম হওয়ার আগেই কোনো কারণে পড়াশোনা স্থগিত করতে বাধ্য হয়েছেন, তাঁদের জন্যও দারুল হিকমাহ একটি উপযোগী প্ল্যাটফর্ম। এছাড়াও সিনিয়র / হাই মাদ্রাসার বর্তমান বা প্রাক্তন ছাত্রভাইয়েরা এই অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে দারসে নিজামি পাঠ্যক্রমে যোগ্য আলিম হয়ে উঠতে পারেন।