❝ আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু দ্বীনি শিক্ষায় পিছিয়ে থাকা মুসলিমদের জন্য দারুল হিকমাহ যুগোপযোগী উদ্যোগ নিয়েছে। ক্রমবর্ধমান চিন্তাগত দ্বীন-বিমুখতার এই সময়ে বাংলাভাষী দ্বীনি শিক্ষানুরাগী ভাইদের জন্য এটি উপযোগী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আমার আশা।❞— মুফতি উসমান গনি (দা. বা.) [ সিনিয়র অধ্যাপক, তাফসির ও ফিকহ – দারুল উলূম দেওবন্দ]