FAQ

১. দারুল হিকমাহতে কেন ভর্তি হব ?

>> সুযোগ্য ইসলামি স্কলারদের নিয়ে গঠিত একটি বোর্ড ব্যস্ততম শিক্ষার্থীদের সময়-সুযোগ অনুসারে দারুল হিকমাহ-র পাঠ্যক্রমগুলি তৈরি করেছে । লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ্য উস্তাদদের তত্ত্বাবধানে থেকে উচ্চমানের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, পরিবারের এবং সমাজের দ্বীনি চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ হয়ে উঠবে ইন্ শা-আল্লাহ । দারুল হিকমাহ পরিচালিত কোর্সগুলি বিশেষভাবে তাঁদের জন্য সাজানো, যাঁরা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জ্ঞাত হয়ে তা অর্জনে ভীষণ আগ্রহী । কিন্তু কর্ম ও সাংসারিক জীবনের নানান ব্যস্ততা তাঁদের এই আগ্রহে বাধা হয়ে দাঁড়িয়েছে । অনুরূপ যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসাতে ভর্তি হয়েও আলিম হওয়ার আগেই কোনো কারণে পড়াশোনা স্থগিত করতে বাধ্য হয়েছেন, তাঁদের জন্যও দারুল হিকমাহ একটি উপযোগী প্ল্যাটফর্ম । এছাড়াও সিনিয়র / হাই মাদ্রাসার বর্তমান বা প্রাক্তন ছাত্রভাইয়েরা এই অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে দারসে নিজামি পাঠ্যক্রমে যোগ্য আলিম হয়ে উঠতে পারেন।

 

২. দারুল হিকমাহতে কীভাবে ভর্তি হব ?

>> দারুল হিকমাহ-র ওয়েবসাইটে ভিজিট করে Menu > Admission > Admission Form ক্লিক করুন । আপনি একটি ফর্ম দেখতে পাবেন । ফর্মটি সঠিক তথ্য-সহ পূরণ করে Submit বাটনে ক্লিক করুন । ভর্তি-প্রক্রিয়া সম্পূর্ণ করতে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দারুল হিকমাহ-র তরফে  ফোন-কল অথবা হোয়াটসঅ্যাপ-চ্যাটের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, ইন-শা-আল্লাহ ।

 

৩. ২০২২-২শিক্ষাবর্ষে কতদিন ভর্তি চলবে ?

>> ফাজিলাহ,  লার্ন অ্যারাবিক' কুরআন ও নামাজ শিক্ষা কোর্স এবং কুরআন পড়া ও মাসাইল শিক্ষা কোর্সের ভর্তির শেষ তারিখ : ২০ শে ডিসেম্বর ২০২২ ।

 

৪. পরবর্তী শিক্ষাবর্ষের জন্য কবে থেকে ভর্তি শুরু হবে ?

>> পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির সময় যথাসময়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । তবে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থী এখন থেকেই ভর্তির রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখবে, পরবর্তী শিক্ষাবর্ষে তারা অগ্রাধিকার পাবে । রেজিস্ট্রেশন করতে এভাবে এগোন — Menu > Admission> Admission Form > Submit

 

৫.  সপ্তাহে কতদিন ও কখন ক্লাস হবে ?

>> ফাজিলাহ কোর্সের ক্লাস প্রতি সোম-শনি সপ্তাহে ৬ দিন হবে । রাত ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত । ঋতু পরিবর্তনের সাথে উক্ত সময়সীমার ঈষৎ পরিবর্তন হবে ।

>> লার্ন অ্যারাবিক কোর্সের ক্লাস প্রতি সোম-শনি সপ্তাহে ৬ দিন হবে । রাত ৯:০০ থেকে ১০:৩০ পর্যন্ত । ঋতু পরিবর্তনের সাথে উক্ত সময়সীমার ঈষৎ পরিবর্তন হবে ।

>> কুরআন ও নামাজ শিক্ষা কোর্সের ক্লাস অনুরূপ সপ্তাহে ছয় দিন, দৈনিক রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত । ঋতু পরিবর্তনের সাথে উক্ত সময়সীমার ঈষৎ পরিবর্তন হবে ।

>> কুরআন পড়া ও মাসাইল শিক্ষা কোর্সের ক্লাস অনুরূপ সপ্তাহে ছয় দিন, দৈনিক রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত । ঋতু পরিবর্তনের সাথে উক্ত সময়সীমার ঈষৎ পরিবর্তন হবে ।

 

৬. কোর্স সম্পন্ন করার পর কী এখান থেকে সার্টিফিকেট পাওয়া যাবে ?

>> কুরআন ও নামাজ  শিক্ষা কোর্স, কুরআন পড়া ও মাসাইল  শিক্ষা কোর্স বা আরবি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করলে যথানিয়মে দারুল হিকমাহ-র তরফে সার্টিফিকেট প্রদান করা হবে । ফাজিলাহ কোর্সের ক্ষেত্রে কোর্স সম্পন্ন করলেই সার্টিফিকেট প্রদান করা হবে না । এক্ষেত্রে শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে সুন্নাহর অনুসারী হয়ে চলতে হবে । এবং এর প্রমাণস্বরূপ দারুল হিকমাহ প্রদত্ত একটি ফর্ম, স্থানীয় দু' জন আলিমের স্বাক্ষর-সহ পূরণ করে জমা করতে হবে । দারুল হিকমাহ কর্তৃপক্ষ বিষয়টি ভেরিফাই করার পরেই উপযুক্ত শিক্ষার্থীকে নিয়ামক পরিষদের ( দারুল উলূম দেওবন্দের কতিপয় সম্মানীয় অধ্যাপক ) স্বাক্ষর সম্বলিত সার্টিফিকেট প্রদান করবে ।

 

৭. দারুল হিকমাহ প্রদত্ত সার্টিফিকেটের কী কোনো সরকারি মান থাকবে?

>> না । দারুল হিকমাহ দারসে নিজামি কেন্দ্রিক একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান । তাই স্বাভাবিকভাবেই অন্যান্য দারসে নিজামি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এরও কোনো সরকারি মান নেই ।

 

৮. আমি ফাজিলাহ কোর্সে ভর্তি হতে আগ্রহী। কিন্তু কর্মব্যস্ততার কারণে সপ্তাহে ৬ দিনের মধ্যে ৪/৫ দিন ক্লাস করতে পারব। আমি কী এই কোর্সে ভর্তি হতে পারি ?

>> দারুল হিকমাহ-র প্রতিটি ক্লাস টিচমেন্ট অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে । নির্দিষ্ট পোর্টালে প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডিং, স্টাডি ম্যাটেরিয়ালস ইত্যাদি আপলোডের ব্যবস্থা থাকবে । সে কারণে কখনোও উপযুক্ত কারণবশত কোনো ক্লাসে উপস্থিত না থাকতে পারলে তেমন অসুবিধা নেই । তবে নিয়মিত এমন অনুপস্থিত হলে শিক্ষার্থীর প্রভূত ক্ষতি ।

 

৯. ফাজিলাহ কোর্স সফলভাবে শেষ করার পরে আমি কী কুরআন ও হাদিস শরিফের অর্থ বুঝতে পারব?

>> হ্যাঁ । ফাজিলাহ কোর্স সফলভাবে শেষ করার অর্থ — আপনি একজন পূর্ণাঙ্গ আলিম বা মাওলানা ।

 

১০. ফাজিলাহ বা কুরআন পড়া ও মাসাইল শিক্ষা কোর্স সফলভাবে শেষ করার পরে আমি কী নামাজের ইমামতি করতে পারব ?

>> যদি আপনি পরিপূর্ণ সুন্নাহর অনুসারী হয়ে চলতে পারেন তাহলে উভয় কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি অবশ্যই নামাজের ইমামতি করতে পারবেন ।

 

১১. দারুল হিকমাহ কাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়?

>> দারুল হিকমাহ-র শিক্ষাকেন্দ্রিক যাবতীয় কার্যক্রম দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র অধ্যাপকের নিয়ন্ত্রণ ও নির্দেশনায় পরিচালিত হয় ।

 

১২. দারুল হিকমাহ কী নির্দিষ্ট কোনো মাসলাক বা মাজহাবের প্রতিনিধিত্ব করে ?

>> জি । দারুল হিকমাহ আকিদার ক্ষেত্রে আশআরি-মাতুরিদি, ফিকহের ক্ষেত্রে হানাফি ও চিন্তাগতভাবে দেওবন্দি ঘরানার প্রতিনিধিত্ব করে ।

 

১৩. এই অনলাইন শিক্ষা-প্রতিষ্ঠানে কী মেয়েদের শিক্ষার ব্যবস্থা আছে ?

>> আপাতত নেই । তবে খুব শীঘ্রই সম্পূর্ণ স্বতন্ত্রভাবে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত, মেয়েদের উপযোগী একটি কোর্স চালু করা হবে ইন্ শা-আল্লাহ্।