কোর্স পরিচিতি
[ এটি একটি সংক্ষিপ্ত, ৬ মাসের কোর্স । সম্পূর্ণ কোর্সে ৭৫+ ক্লাস আছে । এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে ৩ দিন, দৈনিক ১ ঘন্টা ক্লাস করতে হবে । ]
ভর্তি সংক্রান্ত তথ্য
যোগ্যতা : দারুল হিকমাহ পরিচালিত ‘কুরআন ও নামাজ শিক্ষা’ কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা তাজবিদ-সহ সম্পূর্ণ নূরানী কায়েদাহ পড়া এবং মাসাইল-সহ নামাজ পড়া জানতে হবে ।
কোর্স ফি : ₹ ২৫০০ । ভর্তির সময়ে ১০০০ টাকা এবং এক মাস ক্লাস করার পরে বাকি ১৫০০ টাকা আদায় করতে হবে । সম্পূর্ণ কোর্স ফি একসাথে আদায় করলে ৫% ছাড় ।
পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়াবলী
-
-
- তাজবিদ-সহ সাবলীলভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা
- তাজবিদ (কুরআন পড়ার নীতিমালা) -এর অনুশীলন
- রোজা, হজ, জাকাত, নিকাহ-তালাক, সুদ ও ব্যবসা ইত্যাদি বিবিধ মাসাইল শিক্ষা
- সমস্ত মাসাইলের অনুশীলন
-
ফোর্স এর উদ্দেশ্য
❞طلب العلم فريضة على كل مسلم.❝ [ ابن ماجة : ٢٢٤ ]
❝দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য ।❞ —[ ইবনু মাজাহ : ২২৪ ]
উক্ত হাদিসকে সামনে রেখে দারুল হিকমাহ পরিচালিত ‘কুরআন ও নামাজ শিক্ষা’ কোর্স, এবং ‘কুরআন পড়া ও মাসাইল শিক্ষা’ কোর্স প্রত্যেক মুসলিমের নৈর্ব্যত্তিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রের দ্বীনি চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সুবিন্যস্ত । এই কোর্সদ্বয় সম্পন্ন করার পর একজন মুসলিমের দ্বীন ও সুন্নাহ মোতাবেক জীবনপথ অতিবাহিত করা অত্যন্ত সহজ হয়ে উঠবে ইন শা-আল্লাহ্ ।